বন দপ্তর বারবার বারণ করলেও কান দিতে নারাজ পর্যটকদের একাংশ। তার জেরে তেড়ে এল হাতি। কয়েকজনের এমন আচরণে বিরক্ত বহু অংশ।
বন দপ্তর বুনো হাতির সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করছে বারবার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা ব্যারেজ সংলগ্ন মিলন পল্লী এলাকার কাছে বৈকুন্ঠপুর জঙ্গলে।
শনিবার দুপুর বেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুন্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল। সেই সময় সেই রাস্তা দিয়ে একটি গাড়ি করে পর্যটকরা যাচ্ছিলেন। হাতি দেখে থেমে যায় পর্যটকদের গাড়িটি। এক পর্যটক এবং গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যান। হঠাৎ দলের মধ্যে থাকা একটি হাতি ওই পর্যটককে তাড়া করে। হাতি দেখে ভয়ে দৌড়াতে থাকেন ওই পর্যটক।
তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকেরা জোরে জোরে গাড়ির হর্ণ বাঁচাতেই থেমে যায় হাতিটি। প্রাণে বেঁচেছেন পর্যটক এবং গাড়ির চালক। কিন্তু এই আচরণ বিরক্তি বাড়াচ্ছে বন্যপ্রাণ প্রেমী বহু অংশের।
Comments :0