সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে অ্যাংলো ইন্ডিয়া জুটমিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের কারণে দেখিয়ে মিল মালিক শুক্রবার সকালে মিলের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। এর ফলে চারহাজার শ্রমিক কর্মহীন হয়ে গেল।
জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে মালিক ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করছেন না। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন বিভাগে অন্যায়ভাবে যখন তখন পাঠিয়ে দিচ্ছে। গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চটকলের শ্রমিকরা তাঁতঘরে দুটো করে কনভেনশনাল লুম চালিয়ে আসছেন। সেই শ্রমিকদের এস ফোর চায়না লুমে পাঠিয়ে দিচ্ছে। সেখানে এস ফোর চায়না লুমে চারটে করে লুম চালাতে হচ্ছে। এরপরও উৎপাদন দ্বিগুণ করার জন্য মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। মিল আগে পাঁচদিন চলছিল। এখন সেটা কমিয়ে চারদিন করা হয়েছে। মিলের একটি শিফট এজেন্সী শ্রমিক দিয়ে মালিক চালাচ্ছে। ক্রমাগত উৎপাদন বাড়ানোর জন্য চাপ দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ অন্যায়ভাবে আমাদের উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছে। আমরা দুটো করে লুম চালিয়েছি। এখন চারটে করে লুম চালাতে হচ্ছে। এরপরেও উৎপাদন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। মিল মালিকের এই অন্যায় জুলুমের প্রতিবাদে শুক্রবার সকালে শ্রমিকরা মিলে কাজে যোগ দেয় নি। সেই সুযোগে মিল কর্তৃপক্ষ মিল গেটে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এই মিলে শ্রমিকদের পি এফ,গ্রাচ্যুইটি ঠিকমতো মিল মালিক দেয় না। এছাড়াও মিল কর্তৃপক্ষ ত্রিপাক্ষিক চুক্তি মানছে না।
Jute Mill Closed
বন্ধ হয়ে গেল অ্যাংলো ইন্ডিয়া জুট মিল, কর্মহীন চার হাজার শ্রমিক
×
Comments :0