Midnight Trains For IPL Matches

আইপিএল উপলক্ষে রাতে মেট্রো পরিষেবা

খেলা

Midnight Trains For IPL Matches


আইপিএল উপলক্ষে স্পেশাল মেট্রো পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। কলকাতার ইডেন গার্ডেন্সে যে কদিন খেলা থাকবে সেদিন রাতে একজোড়া স্পেশাল মেট্রো চালানো হবে। আগামিকাল বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সর সঙ্গে খেলা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তারপর ১৪ এপ্রিল, ২৩ এপ্রিল, ৮ মে, ১১ মে এবং ২০ মে ইডেনে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হলে শেষ হয় অনেক রাতে।

 ম্যাচ শেষে ইডেনে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফিরতে অনেক অসুবিধার সম্মূখিন হতে হয়। দর্শকদের কথা ভেবেই কলকাতা নাইট রাইডার্সের খেলার দিনগুলিতে স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইডেনে প্রত্যেকটি রাতের ম্যাচের ক্ষেত্রেই থাকবে বিশেষ মেট্রো পরিষেবা। সেদিন ইডেনে খেলা থাকবে ওই দিন রাত ১২ টা ১৫ মিনিটে এসপ্লানেড থেকে এক জোড়া স্পেশাল মেট্রো চালানো হবে বলে বুধবার জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি জানিয়েছেন একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দুটি ট্রেন গন্তব্যে পৌঁছাবে রাত ১২ টা ৪৮ মিনিটে। 


 

Comments :0

Login to leave a comment