LEFT FRONT CM

জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বামফ্রন্টের

রাজ্য কলকাতা

সোমবার জুনিয়র ডাক্তারদের ডেপুটেশনের সময় রাজভবন।

অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসতে হবে। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে এই দাবি জানালো বামফ্রন্ট। 
বামফ্রন্টের দাবি, জুনিয়র ডাক্তারদের ১০ দফার দাবির সমাধান করতে হবে এখনই। 
সোমবার মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন চিকিৎসকদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনার পর এএইচএসডি’র সম্পাদক উৎপল ব্যানার্জি বলেছেন আলোচনা হতাশাজনক। সব কিছুই বলা হচ্ছে ‘দেখা হবে’। কোনও সময়সীমা নির্দিষ্ট করতে রাজি নয় প্রশাসনের শীর্ষ স্তর। 
বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে বলেছে, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে অনতিবিলম্বে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির এখনই সমাধান করতে হবে।’’ 
এদিনই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিবিআই তদন্তে দায়ের চার্জশিটে কেবল একজনের নাম কেন। কেন তথ্য প্রমাণ লোপাটে দায়ীদের নাম নেই। এমন একাধিক প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যপালকে সিবিআই তদন্ত নিয়ে হতাশা জানাতেই ডেপুটেশন। 
বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেছে, ‘‘বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সংহতিতে কর্মসূচি নিয়েছেন। এভাবে দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে নির্বিকার থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যাবে না।’’ 
গত ৫ অক্টোবর থেকে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে বলেছে, ‘‘ডাক্তারদের কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মনে রাখতে হবে অনশনরত জুনিয়র ডাক্তাররা জল ছাড়া আর কিছু খাচ্ছেন না। তিলোত্তমার পরিবার, অনশনরত ডাক্তারদের পরিবার সহ রাজ্য মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু আপনি নির্বিকার।’’

Comments :0

Login to leave a comment