Lok Sabha Election 2024

হামলা রুখেই চলছে ভোট কলকাতার দুই কেন্দ্রে

রাজ্য লোকসভা ২০২৪

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চ‍্যাটার্জির গাড়ি ভাঙচুরের ছবি।

শনিবার শেষ দফার লোকসভা ভোটে এজেন্ট বসাতে বাধা সহ  দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে। এদিন বালিগঞ্জ এলাকার মর্ডান স্কুলে সকাল থেকে ছাপ্পার অভিযোগ। রাজ্য পুলিশ তৃণমূলের দুস্কৃতীদের ছাপ্পা দিতে সহায়তা করছে বলে অভিযোগ। মর্ডান স্কুলের ২১৭ ও ২১৮ নম্বর বুথ থেকে বামফ্রন্ট প্রার্থীর পোলিং এজেন্ট রোশনারা মিশ্র ও অপর একজনকে বের করে দেয় তৃণমুলীরা। ঘটনাস্থলে যান প্রার্থী সায়রা শাহ হালিম। পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ও সরব হন সায়রা শাহ হালিম। বুথে আবারও পোলিং এজেন্ট বসানো হয়েছে। বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বেশকিছু বুথে সকাল থেকে গন্ডগোল করার চেষ্টা চলছে। বেলেঘাটার শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্সটিটিউশনে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের এজেন্টকে মারধর করা হয়েছে। অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পবিত্র সরকারের নেতৃত্বে এই হামলা। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।
বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডে সুশোভন ভড় নামে এক সিপিআই(এম)কর্মীকে ব্যাপক মারধর করেছে তৃণমূলের দুস্কৃতীরা। সরিষা ডায়মন্ডে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরে ফেলেন সিপিআই(এম)প্রার্থী প্রতীক উর রহমান। ফলতা হরিণডাঙ্গা এক জিপিতে খুব সকালে রাজ্য পুলিশের সামনেই ভোটারদের আঙুলে কালি লাগিয়ে ভোট করলো তৃণমূল। পিকনিক গার্ডেন এলাকার ২৬৬ নম্বর বুথে ভুয়ো পোলিং এজেন্ট ধরলেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীর নির্বাচনী এজেন্ট কৌস্তভ চ্যা টার্জির গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁকে মারধর ও করা হয়েছে। ১২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগপোতা স্কুলের ২৬৪ ও ২৬৫ নম্বর বুথে গেলে কৌস্তভ চ্যা টার্জিকে ঘিরে ধরে দুস্কৃতীরা। তাঁর ওপর হামলা চালানো হয়, ঘটনায় স্থানীয় মানুষজন ও ভোটের লাইনে থাকা বহু ভোটার ছুটে এসে তৃণমুলীদের বিরুদ্ধে রুখে দাড়ালে দুস্কৃতীরা পালিয়ে যায়। ঘটনায় সরশুনা থানার ওসি'র বিরুদ্ধে ক্ষোভ, তিনি ফোন পর্যন্ত ধরছেন না বলে অভিযোগ।
এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনের ১০২ নং ওয়ার্ডে সিপিআই(এম)’র ক্যাম্পে এক মহিলাকে মারধর করা হয়। ওই মহিলা ক্যাম্পে বসে ছিলেন সেই সময় তৃণমূলের বাইক বাহিনী তাঁর উপর চড়াও হয়। তাঁকে এবং তাঁর মেয়েকে মারধর করা হয়। তাঁদের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment