MUKTADHARA : PROBANDHAYA : EIFFEL TOWER : TAPAN KUMAR BIRAGHYA : 18 SEPTEMBER 2024, WEDNESDAY

মুক্তধারা : প্রবন্ধ : আইফেল টাওয়ার : তপন কুমার বৈরাগ্য : ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  PROBANDHAYA  EIFFEL TOWER  TAPAN KUMAR BIRAGHYA  18 SEPTEMBER 2024 WEDNESDAY

মুক্তধারা : প্রবন্ধ

আইফেল টাওয়ার
তপন কুমার বৈরাগ্য

পৃথিবীতে কতো আশ্চর্য জিনিস আছে আমরা তার
কতটুকু জানি। পৃথিবীতে সাতটি আশ্চর্য জিনিস আছে।
এরা আশ্চর্য নামে পরিচিত হয়েছিল ১৮৮৯খ্রিস্টাব্দের
আগে। আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে উচ্চতম
টাওয়ার । আরেকটি যদি আশ্চর্য জিনিসকে চিহ্নিত
করা হয় তবে সবার আগে স্থান পাবে এই আইফেল টাওয়ার।
এটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।সুউচ্চ যার লৌহ কাঠামো।
বলা যায় ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। এই আইফেল
টাওয়ার দেখতে প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক
এখানে আসেন। ওস্তাভো আইফেল ছিলেন একজন ফরাসি
সিভিল ইঞ্জিনিয়ার।
তিনি সেই সময় ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি
ছিলেন।তিনি মনে মনে ঠিক করলেন প্যারিসের বুকে
একটা স্মরণীয় কাজ করে যাবেন;যাতে পৃথিবীর ইতিহাসে
তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।তিনি কাগজে একটা
নকশা এঁকে নিলেন।তারপরে তিনি কাজ শুরু করলেন।
৩০০জন লোক লাগিয়ে নিজের হাতে আইফেল টাওয়ারের
কাজ শুরু করলেন। একটা অবাককান্ড এই টাওয়ারটা
২বছর২মাস২দিন লাগল তৈরী করতে।সংখ্যার হিসাবে
বছর,মাস ও দিন একই।১৮৮৭সালে এর কাজ শুরু হয়
এবং শেষ হয় ১৮৮৯সালে। ওস্তাভ আইফেল ১৮৩২খ্রিস্টাব্দের
১৫ই ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। মারা যান
১৯২৩সালের ২৪ডিসেম্বর ।তিনি দীর্ঘজীবি মানুষ ছিলেন।
এটি তৈরি করার সময় তিনি সবচেয়ে উঁচুতে একটা গোপন
কক্ষ নির্মাণ করেন।যেখানে তিনি বৈদুত্যিক বাতির আবিষ্কারক
টমাস আলভা এডিসনের সাথে অনেক কিছু আলোচনা করতেন।
পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরাও তাঁর সাথে এখানে
সময় কাটাতে আসতেন।এই টাওয়ারটা ৮১তলা বাড়ির
সমান উঁচু।উপরতলা থেকে সারা প্যারিস শহরকে দেখা
যায়। লিফটে করে বা সিঁড়ি বেয়ে একেবারে উপরতলায়
পৌঁছানো যায়। প্রত্যেক তলায় আছে হোটেল,রেষ্টুরেন্ট
বিশ্রামের জায়গা।বিশ্বের ল্যান্ডমার্কগুলোর মধ্যে এটা
অন্যতম।এটা সেইন নদীর তীরে অবস্হিত।প্রত্যেকতলা
অপূর্ব কারুকার্যমন্ডিত।
এটি উচ্চতায় ৩২০মিটার। ফ্রান্সে শুধু নয় ,সারা পৃথিবীর
এটা বিস্ময়কর বস্তু। 

Comments :0

Login to leave a comment