Flood Panskura

কাঁসাইয়ের বাঁধ ভেঙে ভাসছে পাঁশকুড়া

জেলা

প্লাবিত এলাকায় ইব্রাহিম আলির নেতৃত্বে রেড ভলান্টিয়াররা।।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চার জায়গায় কাঁসাই নদীর বাঁধ ভাঙে। পাঁশকুড়া ব্লক জুড়ে বন্যা হয়েছে। প্লাবিত পাঁশকুড়া স্টেশন বাজার। ১৫, ১৮, ১৭, ১২, ১৩, ১, ২, ৪ নম্বর ওয়ার্ড জলের তলায়। জল এখনও ঢুকছে। ফলে তমলুক, কোলাঘাট, শহীদ মাতঙ্গীনি ব্লক প্লাবিত হতে পারে বলে মনে করছেন আধিকারিকরা।
রূপনারায়ণের জলস্তরও বাড়ছে। বন্যার আশঙ্কা মহিষাদল, নন্দকুমার ব্লকে। কেলেঘাই নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হবে পটাশপুর, ভগবানপুর, মুগবেড়িয়া। কেলেঘাই এর নদীবাঁধ গুলির একাধিক স্থানে ফাটল। কেলেঘাই নদীর অপর প্রান্তে ময়নার প্রজাবাড়ে বাঁধ ভেঙেছে। প্রজাবাড়- পাঁশকুড়া, পুরুষাঘাট- নন্দকুমার যোগাযোগের সেতু ভেসে গেছে।

Comments :0

Login to leave a comment