KITE KALATAN

কলতানের মুক্তি, তিলোত্তমার বিচারের দাবিতে উড়ল ঘুড়ি

কলকাতা

এমনই ঘুড়িতে ছড়িয়েছে প্রতিবাদে ভাষা।

ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মুক্তি ও তিলোত্তমার সুবিচারের দাবিতে মঙ্গলবারও উত্তাল হলো মহানগরের বিভিন্ন এলাকা। প্রতিবাদ সভা, মিছিল, পথ অবরোধ, থানায় থানায় বিক্ষোভ সংগঠিত করার পাশাপাশি এদিন ঘুড়ি উড়িয়েও প্রতিবাদের ভাষ্যকে ছড়িয়ে দেওয়া হলো মহানগরের আকাশে। 
বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে। সেই দিনে ঘুড়িয়ে উড়িয়ে জানানো হলো প্রতিবাদ। এদিন শিয়ালদহ, যাদবপুর, বেহালা, বেলেঘাটা সহ মহানগরের বিভিন্ন এলাকায় প্রতিবাদের ভাষা লেখা ঘুড়ি উড়তে দেখা গেছে। 
‘তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তিলোত্তমা হারবে না, কলতান থামবে না’, ‘কলতান দাশগুপ্তের মুক্তি চাই, তিলোত্তমার বিচার চাই’। এই ধরনের প্রতিবাদের কথা লেখা ঘুড়িকে উড়তে দেখা গেছে মহানগরের বিভিন্ন প্রান্তে। বেশ কিছু এলাকায় এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা প্রতিবাদী স্লোগান লেখা  ঘুড়ি মানুষের মধ্যে বিলি করেছেন। শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ সেই ঘুড়িকে আকাশে উড়িয়ে এই প্রতিবাদে পাশে থাকার বার্তা দিয়েছেন। 
এদিন শ্যামবাজারে ছাত্র-যুব-মহিলাদের অবস্থান মঞ্চে ‘জনতার দরবার’ নামে  প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয়েছে। ‘কেন রাখব মনের খেয়াল’ শীর্ষক আলোচনার মধ্য দিয়েও প্রতিবাদী বার্তাকে তুলে ধরা হয়েছে। মহানগরের বিভিন্ন প্রান্তের বস্তিবাসী মানুষজন এদিন এই অবস্থান মঞ্চে খাবার পাঠিয়ে সংহতির বার্তা দিয়েছেন।

Comments :0

Login to leave a comment