NATUNPATA : QUIZZ : AML KAR : ANS. 12 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো : অমল কর : উত্তর ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  ANS 12 SEPTEMBER 2024 THURSDAY

তুনপাতা : বলতে পারো

অমল কর

 

 

জিজ্ঞাসা

১)ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতা কেত?
২) কোন্ টেস্ট ক্রিকেট ম্যাচ ভারত ও ইংল্যান্ডের দুজন খেলোয়াড়ের শততম টেস্ট ম্যাচ?
৩) কোন্ প্রাণী মুখ দিয়ে সন্তানের জন্ম দেয়?
৪) ইউরোপের দীর্ঘতম নামের নতুনশহর কোনটি?
৫) ATM-এর পুরো কথা কি?
৬) কাকে বলা হয় "বাংলার মোপাশাঁ" ?

সমাধান

১) ফুটবলে বিশ্বের সর্বাধিক গোলদাতা পর্তুগাল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।২০০২ সাল থেকে শুরু করে তিনি ০৬/০৯/২০২৪ পর্যন্ত  জাতীয় দলের হয়ে ১৩১ টি, রিয়েল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ টি, জুভেন্টাসের হয়ে ১০১ টি, আল নাসরের হয়ে ৬৮ টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫ টি __মোট ৯০০ টি গোল করেন।
২) ইংল্যান্ডের বেয়ারস্টো ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন উভয়েই ভারতের ধর্মশালা টেস্টে শততম টেস্ট খেলেন (০৭/০৩/২০২৪)।
৩) গ্যাস্ট্রিক -রুডিং ব্যাং বিশ্বের একমাত্র প্রাণী যারা মুখ দিয়ে সন্তানের জন্ম দেয়।
৪) ইউরোপের ওয়েলসের  যাজকদের শহর  (লানভেয়ারপুলগিনগিল) গোগেরিসির্ন দ্রোবিলানিসিলিওগোগোগোচ দীর্ঘতম নামের শহর।
৫) ATM-এর পুরো কথা হল  Automated Teller Machine ।
৬) ১২ টি অসামান্য ছোটোগল্পগ্ৰন্থ প্রণেতা ও ১৪ টি উপন্যাস স্রষ্টা, 'কুন্তলীন' পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়( ১৮৭৩-১৯৩২)-কে বলা হয় " বাংলার মোপাশাঁ" ।

Comments :0

Login to leave a comment