RUSSIA UKRAINE

যুদ্ধবন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া এবং ইউক্রেন।
দু’দেশই ১০৩ জন করে যুদ্ধবন্দিকে অন্য দেশের হাতে তুলে দিয়েছে। সামরিক সংঘাতের আবহে বন্দি বিনিময়ের এই চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায়। 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদোমির জেলেনস্কি, দু’পক্ষই যুদ্ধবন্দি বিনিময়ের এই চুক্তি স্বীকার করেছেন। 
জেলেনস্কি জানিয়েছেন, সেনার ২১ আধিকারিক, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি বেসরকারি ভাড়াটে সেনাদের নাম ছিল এই যুদ্ধবন্দিদের মধ্যে। 
সংঘাত যদিও চলছে। কুরস্কে রাশিয়ার বাহিনী গোলা ছুঁড়েছে ইউক্রেনের সেনার ওপর। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর আগে অভিযোগ জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা যুদ্ধজোট ‘ন্যাটো’-র উস্কানিতেই যুদ্ধ বন্ধ হচ্ছে না।

Comments :0

Login to leave a comment