flood Bengal Speedboat

সাংসদ-বিধায়ক নিয়ে উলটে গেল স্পিডবোট, উদ্ধারে স্থানীয়রা

জেলা

উদ্ধারে ঝাঁপালেন স্থানীয়রা।

গিয়েছিলেন বন্যা দুর্গতদের পরিস্থিতি দেখতে। আর তা করতে গিয়েই ঘটল উলটে বিপত্তি। আস্ত স্পিডবোটই গেল উলটে। তাতে তখন চেপে দুই সংসদ, জেলাশাসক, বিধায়ক সহ ১৩ জন। স্পিডবোট থেকে পড়ে জলে পড়লেন প্রশাসনের কর্তারা‌ই‌! তাদেরই ত্রাতা হয়ে ওঠেন এলাকার মানুষ। তারাই প্রশাসনের কর্তাদের উদ্ধার করেন। 
বুধবার বিকালে লাভপুরের বলরামপুর, জয়চন্দ্রপুর, শীতলগ্রাম ও রামঘাঁটি এলাকা পরিদর্শনে আসেন বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জেলাশাসক বিধান রায়, বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পর বোর্ডে করে পরিদর্শনে বের হন। বলরামপুর গ্রামের কাছেই আচমকা উল্টে যায় বোর্ডটি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণ বাঁচান সকলে।

Comments :0

Login to leave a comment