RG KAR PROTEST

ধর্নাস্থল থেকে ত্রিপল, ফ্যান খোলা শুরু ডেকরেটরদের

কলকাতা

ধর্না অবস্থানের দশম দিনেই বিপত্তি! আন্দোলনরত চিকিৎসকদের মাথার ত্রিপল, বসার টেবিল, ফ্যান খুলে নিল ডেকরেটররা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে স্বাস্থ্য ভবনে। কেন এই কাজ? এই বিষয়ে মুখে কুলুপ ডেকরেটরদের। যদিও, অনেকেরই বক্তব্য ‘ওপরতলা’ থেকে রীতিমতো চাপ দিয়ে এই কাজ করানো হয়েছে ডেকরেটরদের। অন্যথায় কোনো ‘কাজ’ মিলবে না এবং ‘ব্ল্যাকলিস্টেড’ করে দেওয়া হবে তাদের লাইসেন্স, এই মর্মে ‘হুমকি’ দেওয়া হয়েছে ‘ওপরমহল’ থেকে, এমটাই জানা যাচ্ছে। তাহলে কি আন্দোলন ভাঙতে পরোক্ষ চাপ তৈরির কৌশল রাজ্যের? আন্দোলনরত চিকিৎসকদের দাবি তেমনটাই। চিক২শকদের বক্তব্য, এদিন হঠাৎই ডেকরেটররা উপস্থিত হয়ে জানান তাদের সরঞ্জাম অন্যত্র ভাড়া দিতে হবে বলে তড়িঘড়ি মালপত্র খুলতে শুরু করে তারা। ডেকরেটরদের তরফে বলা হয় তারা কিছু জানেননা এই বিষয়ে তাদের মালিকদের সঙ্গে কথা বলতে। কর্মবিরতি না ভাঙা সত্বেও এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন জুনিয়র চিকিৎসকরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে প্রতিক্রিয়া দিয়ে উদ্বিগ্ন না হওয়ার কথা বলা হয়েছে এবং আরও চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ‘‘গতকালের নবান্নে মিটিং-এর পর সেই মিটিংয়ে কি হল তার আলোচনার জন্য আজ বিভিন্ন মেডিকেল কলেজগুলির প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করার/ মতামত নেওয়ার জন্য নিজেদের কলেজে ফেরে। তাই ভোরবেলা অবস্থান মঞ্চে লোক কম থাকার সুযোগে কিছু কনফিউশন ছড়ায়, ফান্ড নিয়েও একটা বিভ্রান্তি হয়, ডেকোরেটর্স দের একটা অংশের উপর পরোক্ষ পুলিশি চাপের খবরও আসে। কথা বলে আপাতত এগুলো মিটেছে। সরকারের তরফ থেকে গতকালের প্রতিশ্রুতি মতো কোনো অর্ডার বা ডিরেক্টিভ এখনো আসেনি। বন্যাদুর্গত এলাকায় অভয়া ক্লিনিক ও ত্রাণ পাঠানোর ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে’’।

Comments :0

Login to leave a comment