MINAKSHI MUKHERJEE JADAVPUR

লুটেরাদের হারান, জয়ী করুন বামপন্থীদের, আহ্বান মীনাক্ষীর

রাজ্য লোকসভা ২০২৪

বিজয়গড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে জনসভা। ছবি: অমিত কর

মনোজ আচার্য

এই নির্বাচন লুটেরাদের হাত থেকে দেশ এবং বাংলাকে রক্ষা নির্বাচন। ছয় দফায় বিপর্যয় টের পেয়ে চক্রান্তের জাল বোনা হচ্ছে। জনতাকে নিয়ে চক্রান্ত ব্যর্থ করুন।
বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যর সমর্থনে বিজয়গড় এলাকায় এক সমাবেশে একথা বলেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘এই নির্বাচনে দিকে দিকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রতিফলন ঘটছে। মানুষের মেজাজ তৃণমূল বিজেপিকে আতঙ্ক, আশঙ্কার মধ্যে ই ফেলেছে। তাই নানা বিভ্রান্তিকর কথা বলে চলেছেন মুখ্যেমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। তবে বিভ্রান্তি ছড়িয়ে বামপন্থীদের পক্ষে সমর্থনকে ঠেকানো যাবে না।’’
তিনি বলেছেন, ‘‘তৃণমূল ও বিজেপির রাজনীতিকে মানুষ প্রত্যােখ্যারন করতে শুরু করেছে। এই আভাস পেয়ে ভোট লুট থেকে নানা অভিসন্ধি এই শেষ দফার নির্বাচনে তারা চালানোর চেষ্টা করবে। তাই সজাগ ও সচেতন থাকতে হবে।’’
বিজয়গড় এলাকার ৪ নম্বর রাস্তার মোড়ে সাতের দশকে আধা ফ্যা সিবাদী সন্ত্রাসে শহীদ কমরেড শুধাংশু দত্ত, কমরেড ভবতোষ দত্ত, কমরেড প্রদীপ মুখার্জি, কমরেড তপন মজুমদার ও পরিমল দত্ত স্মরণে প্রতি বছরের মতো শহীদ স্মরণে সমাবেশের  আয়োজন করা হয়। 
সমাবেশে মীনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন, সিপিআই(এম) নেতা উৎপল দত্ত, সুব্রত দত্ত, এস এফ আই নেতা অনির্বাণ রায়চৌধুরী সহ  বামফ্রন্টের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সুশান্ত পাল। 
মীনাক্ষী মুখার্জি এবারের লোকসভা ভোটের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘‘নির্বাচন লুটেরাদের হাত থেকে দেশ রক্ষার নির্বাচন। দেশের মানুষের জীবন জীবীকা, মানুষের গণতান্ত্রিক অধিকার ও মানুষের সম্প্রীতি ঐক্যচ রক্ষার নির্বাচন। তাই এই নির্বাচনকে বিশেষ গুরুত্বের।’’ তিনি বলেন, ‘‘রাজ্যেের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সব ব্যা্পারে ‘ফেল’ করেছে। বেকারি লাফিয়ে বাড়ছে, কাজ নেই, স্বাস্থ্য, শিক্ষা এক করুন অবস্থায় এসে দাঁড়িয়ে পাশাপাশি চুরি, লুট,সন্ত্রাসে মানুষের জীবন দুর্বিষহ অবস্থায়। এই পরিস্থিতির বদল আনতে মানুষ এককাট্টা হচ্ছেন দিকে দিকে। দেশে বিকল্প সরকার হলে দেশের মানুষ রক্ষা পাবেন এই জীবন যন্ত্রণা থেকে।’’
মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘৬ দফার নির্বাচনে বিজেপি তৃণমূলের পায়ের তলার জমি অনেকটাই আলগা হয়ে গেছে। তাই শেষ দফায় নানা অভিসন্ধির জাল বেছাতে চেষ্টা করছে।’’
মানুষকে ঐক্য বদ্ধ করেই সব চক্রান্ত অভিসন্ধি রুখে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment