মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কথাতেই স্পষ্ট দু’জনেই বামফ্রন্ট এবং কংগ্রেসকে ভয় পাচ্ছেন। তৃণমূল এবং বিজেপি, দু’দলেরই ভোট কমবে। সমর্থন বাড়বে বাম-কংগ্রেসের পক্ষেই। 
বুধবার প্রচারের ফাঁকে এ কথা বলেছেন দমদমে সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী। বামফ্রন্ট মনোনীত এই প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। বুধবার সকালে বিরাটি এমবি রোডে এলাকায় প্রচার করেন সুজন চক্রবর্তী এবং মীনাক্ষী মুখার্জি। ছিলেন সিপিআই(এম) নেতা দেবায়ন ব্যানার্জি, আকাশ কর, দীপ্তজিৎ দাস এবং সুনীল চক্রবর্তী। 
চক্রবর্তী বলেন, ‘‘মমতা ব্যানার্জি বলতেন লাল ঝাণ্ডা কোথাও দেখা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী লাল ঝান্ডা খুঁজে পাচ্ছিলেন না। বলতেন কোথাও যেন লাল ঝান্ডা না ওড়ে। বলেছিলেন লাল ঝান্ডা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এখন মমতা, শুভেন্দু বা নরেন্দ্র মোদীরা লাল ঝান্ডাকে নিয়েই চেষ্টা করছেন ভয় দেখাতে।’’
চক্রবর্তী বলেছেন, ‘‘মমতা প্রচার করছেন যে লালঝান্ডাকে ভোট দেওয়া মানে বিজেপি-কে ভোট দেওয়া। আর রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন লাল ঝান্ডাকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আসলে দু’জনেই ভয় পেয়ে গিয়েছেন।’’ 
তাঁর ব্যাখ্যা, ‘‘ভোট আসলে বামেদের দিকে আসছে। বাম-কংগ্রেস যৌথভাবে বাড়ছে। তারাই উদীয়মান শক্তি। বিজেপি’র ভোট কমবে, তৃণমূলের ভোট কমবে। বাড়বে বাম এবং কংগ্রেস। এটা মোদী এবং মমতার কথায় আরও স্পষ্ট হয়ে গিয়েছে। 
নরেন্দ্র মোদী রোড শো করেছেন বা মমতা ব্যানার্জি বিরাটিতে রোড শো করছেন আর তিন ঘন্টা ধরে সব বন্ধ। ব্যবসা বন্ধ, যাতায়াত বন্ধ। এর আগে দেখলাম বিটি রোড বন্ধ। এ যেন একজন রাজা আরেকজন রানি! সব বন্ধ করে ভোট প্রচার করতে হবে? এর আগে পশ্চিমবঙ্গে কোনও মুখ্যমন্ত্রী ছিলেন না? 
দমদম কেন্দ্রে মোদী এলেন না কারণ উনি বুঝে গিয়েছেন এখানে বিজেপি কোনও ফ্যাক্টর নয়। তার আগেই দমদমের মানুষ বুঝেছেন। আর মমতা ব্যানার্জির সভায় লোক যত তার চেয়ে পুলিশ বেশি। 
পথ চলতি মানুষ ব্যবসায়ীরা, তারা এগিয়ে এসে মীনাক্ষী মুখার্জি এবং সুজন চক্রবর্তীর সঙ্গে।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0