ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস বৃহস্পতিবার বলেছে যে প্রতি বছর তিনি ‘পরীক্ষা পে চর্চা’ নামে একটি ‘‘বড় তামাশা’’ করতে পারেন কারণ তাঁর সরকার প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি ছাড়া কোনও পরীক্ষা পরিচালনা করতে পারে না। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইউজিসি-নেট বাতিলের নির্দেশ দেয়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, প্রতি বছর প্রধানমন্ত্রী ‘পরীক্ষা পে চর্চা’র তামাশা করেন। তারপরও প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ছাড়া তার সরকার কোনো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছে না।
রমেশ বলেন, NEET UG 2024 পরীক্ষা অত্যন্ত গুরুতর প্রশ্নের মুখোমুখি হয়েছে যা এমনকি শিক্ষামন্ত্রীও স্বীকার করতে বাধ্য হয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সততা নিয়ে গভীর সংশয় রয়েছে। এখন গত পরশু ইউজিসি-নেট পরিচালিত ইউজিসি-নেট গতকাল রাতে বাতিল করা হয়েছে।
রমেশ বলেন, আসলে CUET (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে সম্পূর্ণ হাস্যকর জায়গায় নিয়ে গিয়ে ভারতের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এনসিইআরটি, ইউজিসি এবং সিবিএসই-র পেশাদারিত্ব নষ্ট হয়ে গিয়েছে।
তিনি বলেন, ‘‘২০২০ সালের নতুন শিক্ষানীতি ভারতের শিক্ষাব্যবস্থাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পরিবর্তে কেবল নাগপুর শিক্ষানীতি ২০২০ হিসাবে কাজ করেছে’’।
ইউজিসি-নেট বাতিলের পর বুধবার কংগ্রেস মোদী সরকারকে ‘পেপার লিক সরকার’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছে, এখন এর দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে সরকারকে আক্রমণ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী কখন ‘‘নিট পরীক্ষা পে চর্চা’’ করবেন।
NEET 2024 Scam
পরীক্ষা জালিয়াতি নিয়ে মোদীকে নিশানা কংগ্রেসের
×
Comments :0