বৃহষ্পতিবার আইএসএলের ম্যাচে হাইদরাবাদের মুখোমুখি হবে মোহনবাগান। তার আগে বছরের প্রথম দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান কোচ জোসে মলিনা। বৃহস্পতিবারের প্রতিপক্ষ যে খুব একটা সহজ হবেনা, সেই ইঙ্গিত দিয়ে মলিনা বলেন ' আমার মনে হয় আইএসএলে ম্যাচ জেতা অতটা সহজ নয়। সব ম্যাচ জিততে পারাটা দারুণ ব্যাপার। তবে আমাদের কাল ৯০ মিনিট হাইদরাবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে '। এরপরে নতুন বছরের সবথেকে খুশির খবরটি দিলেন মলিনা সমর্থকদের উদ্দেশ্যে। বৃহস্পতিবারের ম্যাচে ফিরবেন গ্রেগ স্টুয়ার্ট। থাকবেন স্কোয়াডে। তবে এখনও রিকভারি সম্পূর্ণ না হওয়ায় আশিক ও দিমি নেই হাইদরাবাদের বিরূদ্ধে। সুপার সিক্স প্রসঙ্গে বলেন ' সুপার সিক্সে যাওয়ার কথা এখনই ভাবতে চাইনা। কাল শুধু জিততে চাই ' । মানবীরের হাল্কা চোট থাকলেও তিনি আজ প্র্যাকটিস করেছেন। সম্ভবত কাল স্কোয়াডে থাকবেন । নতুন বছরে মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা উপহার হিসেবে ফ্রি টিকিটের কথা আগেই ঘোষণা করেছিলেন। ফলে প্রায় ৪০০০০ দর্শকের সামনে খেলবে দল। এই ব্যাপারে মলিনা জানান ' আমরা সমর্থকদের খুশি করতে চাই । আরো বেশি গোল করতে চাই ' । সুপার সিক্স অথবা শিল্ড নয় । মলিনার ভাবনায় এখন শুধুই
হায়দরাবাদ ম্যাচ ।
রক্ষণের দারুণ পারফরম্যান্স প্রসঙ্গে ডিফেন্ডার টম অলড্রেড বলেন ' নতুন বছরে চাইব যেন আমরা আরো বেশি ট্রফি পাই ।
এই মরশুমে আমাদের ক্লিনশিট রয়েছে । সেই সংখ্যাটা আমরা আরো বাড়াতে চাই ' । তার দলে স্ট্রাইকারদের থেকে ডিফেন্ডারদের গোলসংখ্যা বেশি। এই বিষয়ে তিনি বলেন ' আলবার্তো শেষ কয়েকটি সপ্তাহে বেশ কয়েকটি গোল করেছেন । আলবার্তোর সাথে আমার পার্টনারশিপটা বেশ ভালই চলছে এখনো পর্যন্ত। আমি উপভোগ করছি। আমরা ডিফেন্ডার । গোল করাটা আমাদের বোনাস '। অর্থাৎ নতুন বছরের প্রথম ম্যাচেই যত বেশি সম্ভব গোল করে সমর্থকদের একটি ভালো ম্যাচ উপহার দিতে চায় গোটা সবুজ মেরুন শিবির।
Comments :0