Kunal Kamra

কামরাকে ফের সমন পাঠাচ্ছে মুম্বাই পুলিশ, সম্পাদকীয় ‘সামনা’-য়

জাতীয়

এই বাহিনীর দায়ের অভিযোগে কৌতুক অভিনেতার পিছনে পুলিশ।

কৌতুক অভিনেতা কুণাল কামরাকে হেনস্তার কোনও সুযোগ ছাড়তে রাজি নয় মহারাষ্ট্র পুলিশ। বুধবার তাঁর নামে ফের বের হচ্ছে পরোয়ানা। 
কামরার অনুষ্ঠান স্থল ভাঙচুর করতে দেখা গিয়েছে যে বাহিনীকে, থানায় গিয়ে কৌতুক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এসেছে তারাই। 
কামরা বরাবরই উগ্র হিন্দুত্ববাদী শাসনের সমালোচক। তাঁর বক্তব্য  পেশ করে গিয়েছেন তীক্ষ্ণ রসিকতার মাধ্যমে। 
সোমবার একটি অনুষ্ঠানে টাকার বিনিময়ে দলবদলের রাজনীতির সমালোচনা করেছিলেন তিনি। বিজেপি সঙ্গী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে উপস্থাপনার এক অংশে ‘বিশ্বাসঘাতক’ বলেন তিনি। এরপরই ঝাঁপিয়ে পড়ে শিবেসনার একনাথ শিন্ডে গোষ্ঠীর পাঠানো বাহিনী। তছনছ করে অনুষ্ঠান স্থল। 
উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা ভেঙে শিন্ডেকে জোটে টেনেছে বিজেপি। উদ্ধব থ্যাকারের শিবসেনার মুখপাত্র ‘সামনা’ বুধবার সম্পাদকীয় প্রকাশ করেছে কুনাল কামরাকে নিয়েই।
সম্পাদকীয়তে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বলেছিলেন যে সমালোচনাই গণতন্ত্রের মর্মবস্তু। তাহলে মহারাষ্ট্রে তাঁর দলেরই নেতা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এমন চরম প্রশাসনিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেন।
সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘খোকে’, যার অর্থ অর্থশক্তি, গোটা মহারাষ্ট্রে প্রবল আলোচিত। চর্চায় ঘুরে ফিরে আসছে একনাথ শিন্ডের নাম। টাকা দিয়ে ক্ষমতা কেনার রকমারি রাজনীতি নিয়ে কুণাল কামরা অনুষ্ঠান করলে দোষ কোথায়।
সম্পাদকীয়তে বলা হয়েছে, দেবেন্দ্র ফড়নবিস মোটেই উপমুখ্যমন্ত্রীকে ঘিরে হাস্যকৌতুকে দুঃখিত নন। তিনি সামনে রাগ দেখাচ্ছেন। আসলে ভেতরে ভেতরে হাসছেন। উল্লেখ্য, মহারাষ্ট্রে উদ্ধব থ্যাকারের সরকার ভাঙতে শিন্ডেকে শিবসেনা থেকে বের করে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। এবার বিধানসভায় শিন্ডেকে সরিয়ে ফের মুখ্যমন্ত্রীর আসনে দেবেন্দ্র ফড়নবিস।   
উল্লেখ্য, কামরা তামিলনাডু থেকে পুলিশকে অনুরোধ জানিয়েছিলেন যাতে হাজিরার জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয়। সে অনুরোধ মানতে নারাজ পুলিশ।

Comments :0

Login to leave a comment