Nitish Kumar

নীতীশের ‘কোপে’ জেডি(ইউ) প্রধান

জাতীয়

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংকে জেডি (ইউ) প্রধানের পদ থেকে সরিয়ে দিতে পারেন বলে গুঞ্জন। আগামী ২৯ ডিসেম্বর দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্রের খবর, নীতীশ কুমার নিজেই দলের সভাপতির দায়িত্ব নিতে পারেন। জানা গেছে, নীতীশকে তাঁর ঘনিষ্ঠরা পরামর্শ দিয়েছেন যে তাঁর দলের সভাপতির দায়িত্ব নেওয়া উচিত কারণ তা দলের অভ্যন্তরে কোনও বিবাদ এড়াতে সাহায্য করবে, অন্যথায় লালন সিংয়ের জায়গায় অন্য কোনও নতুন মুখ আসে।
সূত্রের খবর, লালন সিং যেভাবে কাজ করছেন এবং বিশেষ করে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, তা নিয়ে নীতীশ কুমার বিরক্ত।
সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুঙ্গের থেকে লড়তে আগ্রহী ছিলেন লালন সিং এবং তিনি আরজেডি (রাষ্ট্রীয় জনতা দলের) টিকিটে লড়তে পারেন বর্তমান দলে উপযুক্ত সম্মান না পেলে।

Comments :0

Login to leave a comment