সোমবার সুইডেনের স্টকহোম থেকে এই বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। মানব ইমিউনিটি সিস্টেম নিয়ে কাজ করার জন্য ৩ জন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পেরিফেরাল ইমিউনিটি সম্পর্কিত আবিষ্কারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই. ব্রংকো ফ্রেড রামসডেল এবং জাপানের ড. শিমোন সাকাগুচিকে মেডিসিন ক্ষেত্রের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করা হয়।
বিষয়ে নোবেল কমিটির চেয়ার ওলে ক্যামপো বলেন, "এই আবিষ্কারগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা এবং কেন আমাদের সবার মারাত্মক অটোইমিউন রোগ হয় না, তা বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনজনকে তাঁদের যুগান্তকারী আবিষ্কারের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।"
নোবেলজয়ী এই বিজ্ঞানীদের দেওয়া হবে মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। প্রায় ১.২ মিলিয়ন ডলার পুরস্কার।
১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মেরি ই. ব্রংকো। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজিতে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত।
ফ্রেড র্যামসডেল জন্ম গ্রহণ করেন ১৯৬০ সালে। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। বর্তমানে সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিকসে বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
জাপানের শিমোন সাকাগুচির জন্ম ১৯৫১ সালে। তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমডি ও ১৯৮৩ সালে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের বিশিষ্ট অধ্যাপক।
Nobel Prize 2025
চিকিৎসাবিজ্ঞানে নোবেল তিন বিজ্ঞানীর

×
Comments :0