ENVIRONMENT DAY BARDHAMAN

কাটা হচ্ছে গাছ যত, বসাতে হবে চারা তত, দাবি বর্ধমান ক্যাম্পাসে

রাজ্য

বিশ্ব পরিবেশ দিবসে ছাত্ররা গাছের চারা তুলে দিচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের হাতে।

ভারতের ছাত্র ফেডারেশন বর্তমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার এই কর্মসূচিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এসএফআই কর্মীরা বলেন, পরিবেশ দূষণ রোধ করতে আমাদের গাছের সাথে বন্ধুত্ব করতে হবে।  রক্ষা করতে হবে আমাদের প্রাকৃতিক সম্পদ। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে গত তিন-চার বছরে যে মাত্রায় গাছ মরে গিয়েছে বা বিভিন্ন কারণে কাটা হয়েছে, তত গাছ ক্যাম্পাসে লাগানো হয়নি। আমাদের দাবি গোলাপ বাগ ক্যাম্পাস যেন সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা থাকে। তার দায়িত্ব বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। 
এদিন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের হাতেও গাছে চারা তুলে দেন এসএফআই কর্মীরা। 
এদিন জোতরাম গ্রামে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বর্ধমান সদর ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে ও বিদ্যাসাগর ধারাবাহিক শিক্ষা সহায়তা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা ও পরিবেশ দিবসের সচেতনতা বিষয়ক আলোচনা হয়। আলোচনা করেন কেন্দ্রের শিক্ষক সম্পদ মজুমদার। উপস্থিত ছিলেন অরিন্দম চ্যাটার্জী।

Comments :0

Login to leave a comment