দেশ বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে। যাদবপুরের সমাবেশ থাকে এই ডাক দিল সিপিয়াই(এম) নেতৃত্ব।
মঙ্গলবার হালতু তে সৃজন ভট্টাচার্য এর সমর্থনে নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন মহম্মদ সেলিম।
তিনি বলেন, "দেশের ধর্ম নিরপেক্ষতার ওপর আক্রমণ হয়েছে। এই নির্বাচন দেশ বাঁচানোর। আর এস এস মোদিকে মুখ্যমন্ত্রী করে, মমতা দুর্গা সাজিয়ে পরীক্ষা করলো কি ভাবে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্রকে শেষ করা যায়।
বাংলায় জমি তৈরি করার জন্য তৃণমূলকে তৈরি করেছে আর এস এস।"
শনিবার শেষ দফার নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে সেলিম বলেন, "রাজ্য জুড়ে জোর লড়াই হচ্ছে। পঞ্চম দফা থেকে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। তৃণমূলের নাভিশ্বাস উঠছে। আর এস এস গোটা দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চায়। মানুষের হক অধিকার রুটি রুজি তছনছ করতে চায়।
রাম মন্দির যখন উদ্বোধন হচ্ছেন মমতা বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরলো। বামপন্থীরা বলছে দেশ কি ভাবে চলবে সেটা ঠিক করতে হবে। আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ। আজ তার পর আক্রমণ।"
তিনি অভিযোগ করেন তৃণমূলের এবং বিজেপির গাঁটছড়া বাঁধা।
বিজেপি কে নিশানা করে শমীক লাহিড়ী বলেন, "ভারত বৈচিত্রের দেশ। স্বাধীনতার পর সিদ্ধান্ত হয় আমাদের দেশের কোন ধর্ম থাকবে না। বিজেপি এক দেশ এক ভোট করতে চাইছে, এক ভাষা বলছে, এক নেতা বলছে। দেশ থাকবে না। গোটা দেশে বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বিজেপি। দেশের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কোন কথা বলছেন না। সরকার মানে মানুষের মুখে খাবার তুলে দেওয়া। তাকে বাঁচানো। লুঠের সময় বিজেপি কোন উচুঁ জাত নীচু জাত করেনা, ভোটের সময় জাত ধর্মে মানুষকে ভাঙে।"
এদিন সভায় বক্তব্য রাখেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য।
তিনি বলেন, "আমি ভোট চাইতে এসেছে আমাদের পার্টির রাজনৈতিক বার্তাকে সামনে রেখে। রুজি রুটির কথাকে সামনে রেখে আমরা নেমেছি লড়াইয়ে। জিনিসের দাম বাড়ছে, শিক্ষার অবস্থা বেহাল। আগে বিতর্ক হতো কৃষি ভালো না শিল্প ভালো। এখন রাজনীতির আলোচনা থেকে মানুষের জীবন জীবিকার কথা চলে গিয়েছে। রাজ্যের স্কুল বন্ধ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে। যাদের পড়ানোর কথা তারা ধর্না দিচ্ছে।
কাজের নিশ্চয়তা নেই। মানুষের জীবন জীবিকার কথা রাজনীতিতে তুলে আনার জন্য লড়াইয়ে নেমেছি। আমরা তৃণমূল বিজেপির বাইরে একটা রাজনৈতিক পরিসর তৈরি করতে চাই। যেখানে মানুষের জীবন জীবিকার সমস্যা সমাধানের পথ খোঁজা হবে।"
কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, "রাজ্যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে। দেশে বিজেপির সাথে। তৃণমূল ভয় পেয়েছে। "
উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ।
এছাড়া বক্তব্য রাখেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জি এবং ঋজুরেখ দাশগুপ্ত। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য অশেষ বিশ্বাস । এদিন আইটিসি কর্মীদের পক্ষ থেকে সৃজনের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সভা মঞ্চ থেকে।
ছবি অচ্যুৎ রায়
Comments :0