Salim

সেলিমের সাথে বচসা তৃণমূলের

রাজ্য লোকসভা ২০২৪

তৃণমুলের অবৈধ জমায়েত সরালেন মহম্মদ সেলিম।
রানীনগরের নওদাপাড়ায় বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূলের জমায়েত ছিল। ভয় দেখানো হচ্ছিল ভোটারদের, মারধর করা হয় মহিলাদেরও,  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিমের সাথে কার্যত ধস্তাধস্তি বাঁধে তৃণমূল কর্মীদের। সেলিমের সাথে গ্রামবাসীরাও একইসাথে প্রতিবাদ জানান । ঘটনাস্থলে এসে জমায়েত সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন।
কেশবপুর মধ্য পাড়াতেও মহম্মদ সেলিম কে বাধা দিয়েছে তৃণমূল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন