Jabalpur Road Accident

কুম্ভ থেকে ফেরার পথে জবলপুরে দুর্ঘটনা, মৃত সাত

জাতীয়

মধ্যপ্রদেশের জবলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দুই জন। নিহত ও আহতেরা উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে মিনি বাসে করে হায়দ্রাবাদে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে নিহতরা হলেন আনন্দ কানসারি, শশী কানসারি, রবি কুমার, টি. ভি. প্রসাদ, মাল্লারেড্ডি, পি. সন্তোষ এবং ৩২ বছর বয়সী রাজু। ৫২ বছর বয়সী এস. নবীনাচার্য এবং ৬২ বছর বয়সী বালকৃষ্ণ শ্রীরামকে জব্বলপুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতেরা হায়দ্রাবাদের সরুরনগর, তারনাকা এবং নাচারামের বাসিন্দা ছিলেন।
পুশিশ সুত্রে জানা গেছে প্রয়াগরাজ থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে মধ্যপ্রদেশের জব্বলপুরে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এদিন সকাল ৯টা নাগাদ বাসটর ৩০ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে যাচ্ছিল দর্শনার্থী বোঝাই গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ৭ জনের। জখম হন আরও দুই জন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। জব্বলপুর শহর থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Comments :0

Login to leave a comment