SRIJAN BHATTACHARYA BANSDRONI

বিকল্প নীতির জন্য ভোট দিন বামপন্থীদের, বাঁশদ্রোণীতে সৃজন

রাজ্য লোকসভা ২০২৪

বাঁশদ্রোণীতে বক্তব্য রাখছেন সৃজন ভট্টাচার্য। ছবি ও ভিডিও: শুভঙ্কর গাঙ্গুলি

দেশের সরকার ধর্মের নামে ভাগাভাগি করবে না। মানুষের রোজকার জীবনে প্রতিদিন আঘাত নামাবে না। এমন সরকারই কেন্দ্রে চায় বামপন্থীরা। বিকল্প নীতি নিয়ে চলতে হবে দেশের সরকারকে। তার জন্য ভূমিকা নেবে বামপন্থীরা। সেই কারণেই সমর্থন চাইছি। 
বুধবার বাঁশদ্রোণীর চিরন্তন পার্কে জনসভায় এই মর্মে আবেদন জানিয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। 
বামফ্রন্ট মনোনিত প্রার্থীর পক্ষে জনসভায় বক্তব্য রেখেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, এসএফআই নেত্রী দীপ্সিতা ধর, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী মোনালিসা সিনহাও। 
‘‘তৃণমূল এবং বিজেপি’র সেটিং ভেঙে গিয়েছে। মানুষ ভোট দিতে পারলে আমাদের জয় নিশ্চিত। মানুষই ভোট দেবেন বামপন্থীদের জয়ী করতে।’’
২০০৯ থেকে পরপর তিনটি নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। সৃজন প্রশ্ন তুলেছেন সাংসদ তহবিলের অর্থ খরচ নিয়েও। তিনি বলেছেন, ‘‘বামপন্থীরা জয়ী হলে পুরো অর্থ মানুষের উন্নয়নের জন্য ব্যয় হবে। আর মেট্রো রেল সম্প্রসারণ, বারুইপুরে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, সরকারি পরিবহণ ব্যবস্থার উন্নতির জন্যই লড়াই চালাবে বামপন্থীরা। সেভাবেই অতীতে বামপন্থী সাংসদরা এই কেন্দ্রে কাজ করেছেন।’’ 
আভাস রায়চৌধুরী বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার শেষ অধিবেশনে বলেছেন গত দশ বছর মানুষ ট্রেলর দেখেছে। পুরো পিকচার বাকি আছে। দেশের সর্বনাশের আর কিছু তো বাকি নেই। লোকসভা, রাজ্যসভার গুরুত্বকে কমিয়ে দেওয়া হয়েছে। আর আমরা বামপন্থীরা লড়াই করছি জীবিকার জন্য। সংসার চালানো, কাজ-কামের বিষয়ে লড়াই করছি আমরা। সংসদে জনতার সেই দাবি নিয়েই লড়াই করতে চায় বামপন্থীরা।’’
দীপ্সিতা ধর বলেছেন, ‘‘মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী সু’জনের কথা শুনেই বোঝা যাচ্ছে পাড়ায় পাড়ায় সিপিআই(এম)’র ভোট বাড়ছে। দু’জনেই সিপিআই(এম)-কে ভোট দিতে না করছেন। আমরা বলছি জনতা আসলে তৃণমূল এবং বিজেপি, দু’দলকেই এই ভোটে ঝেঁটিয়ে বিদায় করবে।’’

Comments :0

Login to leave a comment