সকাল হতেই ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন সৃজন ভট্টাচার্য। এদিন সকালে কলকাতা পৌরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন এলাকার মানুষদের সাথে।
গতকাল রাতে ঝড়ের কারণে যাদবপুরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, লাইট পোস্ট। জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়।
বিদ্যুৎ না থাকায় চরম সংকটে রয়েছেন এলাকার মানুষ।
বিপর্যস্ত সাধারণ মানুষদের সাথে কথা বলার পর প্রশাসনের সাথে কথা বলেন যাদবপুরের সিপিআই(এম) প্রার্থী।
তিনি বলেন, "গোটা যাদবপুর জুড়ে আমরা রাস্তায় আছি। রেড ভলেন্টিয়াররা সব সময় মানুষের পাশে আছে। বারুইপুর, ভাঙ্গর সব জায়গায় খবর নিয়েছি। সেখানে যাবো মানুষের সাথে কথা বলবো। বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে থাকার চেষ্টা করছি।"
সাতগাছিয়া ও বজবজ বিধানসভার রায়পুর গদাখালি বুড়ুল, গঙ্গার বাঁধ ভেঙেছে। বাড়ি ভেঙে গেছে সরকারী সাহায্য কিছুই আসেনি সতর্কবার্তা ছাড়া। দুটো বিধানসভার, গঙ্গার ধার ধরে এলাকা পরিদর্শন করেন প্রতিক উর রহমান।
Comments :0