General elections 2024

সিপিআই(এম)’র প্রচারে থাকায় জামুড়িয়ার গ্রামে কুয়োয় মোবিল ঢালল তৃণমূল

জেলা লোকসভা ২০২৪


জনতা যোগ দিয়েছিলেন সিপিআই(এম)'র প্রচার কর্মসূচিতে। তাই জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন জামশোল এলাকায় সরকারি কুয়োয় গাড়ির পোড়া মোবিল ঢেলে পানীয় জল নষ্ট করা হলো।
এলাকাজুড়ে তীব্র জলসঙ্কট চলছে। তার মধ্যে জল সরবরাহের কল ভেঙে দেওয়া হলো আসানসোল লোকসভার এই এলাকায়।  লোকসভা নির্বাচনে প্রার্থী জাহানারা খানের সমর্থনে সিপিআই(এম)'র প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এলাকাবাসীরা।
ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জাহানারা। জামুড়িয়ার বিডিও'র কাছে রবিবার থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহের দাবি জানান। শনিবার এ বিষয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভোট পরবর্তী হিংসার ঘটনা জামুরিয়ায় এই প্রথম নয়।  পঞ্চায়েত নির্বাচনে জামুড়িয়ার মদনতোড় গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআই(এম)'র  কর্মীদের  বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।  সিপিআই(এম) কর্মী সমর্থকদের ধানের পালুয়ে আগুন লাগিয়ে দেওয়া, পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা থেকে শুরু করে কলের জল ব্যবহার করতে বাধা দিয়েছিল তৃণমূল।

Comments :0

Login to leave a comment