গরম পড়তেই দেখা যায় জঙ্গল এলাকায় শুকনো পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। আর এতেই হয়ে যায় জঙ্গলের ক্ষতি। ক্ষতি হয় , পাখি এবং বন্য পশুদের। বন বাঁচতে ও বন সুরক্ষার জন্য ট্রেকিং শুরু করল মাল ব্লকের ওদলাবাড়ির হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের কর্মীরা। শনিবার মাল ব্লকের ওদলাবাড়ি থেকে কালিম্পং জেলার পুবং বস্তি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার ট্রেকিং এ অংশগ্রহণ করলো প্রায় ১৫ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে সাতজন মেয়ে। উদ্দেশ্য জঙ্গল এলাকায় কেএ যাতে আগুন না লাগায়, সেই বার্তা বন বস্তির মানুষকে জানাবে সংগঠনের কর্মী এবং ছাত্র ছাত্রীরা। পাহাড়, সমতল এবং নদী পেরিয়ে এক দিনের এই ট্রেকিং শুরু হয় সকাল ১০ টা থেকে। প্রচন্ড উৎসাহিত হয়ে ছাত্রছাত্রীরা শুরু করে ট্রেকিং।
হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের অন্যতম সদস্য সমিব্রত বনিক বলেন, প্রতিবছরই মাসে এক দুবার এই ধরনের ট্রেকিং তারা করে থাকেন। তবে এবছরে এটাই প্রথম ট্রেকিং। ট্রেকিংয়ের মাধ্যমে নদী এলাকা থেকে যেমন প্লাস্টিক সাফাই করবো, তেমনি বন বস্তি এলাকায় গিয়ে বন সংরক্ষণ নিয়ে আলোচনা হবে। সাধারণ বন বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় গরমের সময় শুকনো পাতায় আগুন ধরিয়ে দেওয়ার প্রবনতা আছে। আর এতেই জঙ্গলের পাখি, পশুরা জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এতে মানুষ বন্যপ্রানের সংঘাত বাড়ে, পাশাপাশি ক্ষতি হয় বনের গাছপালার, কীটপতঙ্গের। তাই এই ধরনের ট্রেকিং করে পাহাড়ি এলাকার বন বস্তির মানুষদের বোঝানো হবে। চড়াই-উতরাই প্রায় ২৫ কিলোমার পথ পায়ে হেটে ট্রেকিং করবে ছাত্রছাত্রীরা।
Comments :0