Bolsonaro USA Brazil

কারাদণ্ড ট্রাম্পসঙ্গী প্রাক্তন রাষ্ট্রপতির, ব্রাজিলকে প্রতিশোধের হুমকি আমেরিকার

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বোলসোনারো।

জেলে ছিলেন বিচারাদীন বন্দি হয়ে। এবার ২৭ বছরের কারাদণ্ড ডোনাল্ড ট্রাম্পের অনুগামী জেয়ার বোলসোনারোর। ব্রাজিলের আদালতে রায়ের পরপরই কার্যত ‘প্রতিশোধের’ হুমকি দিল আমেরিকা।
ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি বোলসোনারো পরাজিত হয়েছিলেন বামপন্থী লুলা ডা সিলভার কাছে। লুলাকে জেলে রেখেও হার ঠেকাতে পারেননি ‘দক্ষিণ গোলার্ধের ট্রাম্প’। হারের পর তাঁর বাহিনী মারাত্মক হামলা চালিয়েছিল ব্রাজিলের সর্বত্র। এই আক্রমণকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে চিহ্নিত করেছে ব্রাজিল। সেই মামলাতেই কঠোর সাজা হয়েছে বোলসোনারোর। 
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর প্রতিক্রিয়া, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র যথাসময়ে যা করার করবে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য বোলসোনারোকে কারাদণ্ড দেওয়া হয়েছে।’’
রুবিও ব্রাজিলের সুপ্রিম কোর্টকে দায়ী করেছেন ‘অন্যায় এবং পক্ষপাতে ভরা সিদ্ধান্ত নেওয়ার জন্য।’ এরপরই বলেছেন, ‘‘দোষী বানানোর এই প্রক্রিয়ার জবাব দেবে আমেরিকা।’’
ব্রাজিলের বিদেশ মন্ত্রক শনিবার বলেছে, ‘‘মার্কিন বিদেশ সচিব সরাসরি হুমকি দিচ্ছেন ব্রাজিলকে। অথচ তিনি অস্বীকার করছেন যে অকাট্য তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই রায় ঘোষণা করেছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত।’’ 
ভারতের পাশাপাশি ব্রাজিলের ওপরও ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বোলসোনারোকে জেল বন্দি করার জন্য বাড়তি বোঝা। তবে সেই হুমকিতে বোলসোনারোর কারাদণ্ড ঠেকাতে পারলেন না ট্রাম্প।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন