Basanta Utsav

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসন্ত উৎসব উলুবেড়িয়ায়

জেলা

উলুবেড়িয়া একটি বেসরকারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেন্টারে বসন্ত উৎসব পালন। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন হল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নাচগান পরিবেশন করলো। নাচগান করার পাশাপাশি শিশুরা সেন্টারের তৈরি পরিবেশবান্ধব আবিরও মাখলো। সেন্টারের এক শিক্ষিকা বলেন, প্রতিবরের মতো এবছরও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তিনি বলেন বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে বিষেশ চাহিদা সম্পন্ন শিশুরা যে যেমন ভাবে পেরেছে নাচ, গান আবৃতি ও পরিবেশবান্ধব আবিরে মেখে রং’র উৎসবে মেতেছে। ছিলেন শিশুদের অভিভাবক ও অভিভাবিকাও।

Comments :0

Login to leave a comment