CHINA OPEN SUPER 1000 BADMINTON

উন্নতির কাছে হার সিন্ধুর , কোয়ার্টারে প্রবেশ সাত্ত্বিক - চিরাগ জুটির

খেলা

বৃহস্পতিবার ব্যাডমিন্টনের চাইনিজ ওপেনে বড় জয় পেলেন উন্নতি হুডা। দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুকে তিনি হারালেন ২১-১৬, ১৯-২১,২১-১৩ ব্যবধানে। ১৭ বছরের এই শাটলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন গোটা দেশে। মোট ৭৬মিনিটই যথেষ্ট ছিল নিজের ট্যাকটিকস ও স্কিলের দ্বারা প্রবল পরাক্রমী সিন্ধুকে হারানোর জন্য। সবথেকে কম বয়সী মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে চাইনিজ ওপেনের কোয়ার্টারে জায়গা করে নিলেন উন্নতি। অনন্য ম্যাচে ভারতের পুরুষ জুটি সাত্ত্বিকসিরাজ ও চিরাগ শেট্টিও জয় পেলেন ইন্দোনেশিয়ান জুটি লিও রলি কার্নাডো ও বাগাস মাওলানার বিরুদ্ধে। ২১-১৯ এবং ২১-১৯ ব্যবধানে জয় পেলেন এই ভারতীয় জুটি। এই প্রতিযোগিতার অন্য ম্যাচে এইচ এস প্রণয় হেরে গেলেন চাইনিজ তাইপেয়ের চৌ টিয়েন চেনের বিরুদ্ধে। ৬৫মিনিটের ম্যাচে ২১-১৮ , ১৫-২১ এবং ৮-২১ ব্যবধানে হেরে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন প্রণয়।

Comments :0

Login to leave a comment