Virat Kohli

অবসরের ঘোষণা কোহলির

খেলা

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বিরাট ঘোষণা করলেন এটাই তাঁর শেষ টি২০ ম্যাচ। তরুণ প্রজ‌ন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। 

কথা রাখলেন বিরাট কোহলি। গোটা বিশ্বকাপে তাঁর ফর্ম নিয়ে যখন গোটা দুনিয়া প্রশ্ন তুলেছিল, তখন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় থেকে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ফাইনালের প্রত্যয়ের সঙ্গে সবাই বলেছিলেন, ‘টি-২০ বিশ্বকাপ ফাইনালে রান পাবে বিরাট।’ সেই কথা রাখলেন তিনি। কারণ, ‘হি ইজ সেভিং ইট ফর দ্য ফাইনাল।’

ম্যানেজমেন্ট কেন তাঁর উপর ভরসা রেখেছিল, ফাইনালে বুঝিয়ে দিলেন বিরাট। সাত মাস আগে একদিনের বিশ্বকাপের ফাইনালে আমেদাবাদে দলের হয়ে সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাটে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বার্বাডোজ মান রাখল বিরাটের। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস ভারতের জয়ের গুরুত্বপূর্ণ হয়ে থাকল। এদিনের বিরাটের ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। যা ফাইনালে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়ে ছিল ভারতকে।

এদিন সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে ঘোষণা করলেন এটা শুধু তাঁর শেষ টি-২০ বিশ্বকাপই নয়, শেষ আন্তর্জাতিক টি-২০-ও।

Comments :0

Login to leave a comment