কংগ্রেসে ফিরলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি। বুধবার বিধান ভবনের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন তিনি।
২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি। প্রণব মুখার্জির ছেড়ে আসা কেন্দ্র জঙ্গিপুর থেকে ২০১৪ সালে জয়ী হয়েছিলেন অভিজিৎ। ২০১৯ সালে তিনি হেরে যান। তারপর যোগ দেন তৃণমূলে। কিন্তু সেখানে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে।
উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকার এবং বিজেপি যখন দাবি করছে গান্ধী পরিবার প্রণব মুখার্জিকে উপযুক্ত সম্মান দেয়নি সেই সময় অভিজিৎ মুখার্জির কংগ্রেসের ফিরে আসা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
এদিন অভিজিৎ বলেন তিনজনের জন্য তিনি আবার কংগ্রেসে ফিরে এসেছেন। তারা হচ্ছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। প্রদেশ নেতৃত্বের প্রতিও নিজের কৃতঞ্জতা জানান অভিজিৎ।
Comments :0