Hooghly TMC Leader Arrest

ভেজাল দুধ কান্ডে গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা

রাজ্য জেলা

ভেজাল দুধ কান্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা।

দুধে ভেজাল মেশানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। বৃহস্পতিবার পোলবা থানার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। গত ১৩ এপ্রিল পোলবার থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানো অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি দুধের ট্যাঙ্কার একটি ছোটো গাড়ি আটক করে। গ্রেপ্তার করে তিনজনকে। পরে আরো একজনকে গ্রেপ্তার করে। দুধে রাসায়নিক মিশিয়ে পরিমানে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হত বলে অভিযোগ।
পোলবা থানায় নির্দিষ্ট করে সাত জনের বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর এ বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলের। এই দুধে ভেজাল মামলায় তৃণমূল যোগ মেলায় কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয়রা। তাদের বক্তব্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে দুধ হল অন্যতম। শিশু থেকে বৃদ্ধ সবার দৈনন্দিন খাদ্যতালিকায় রয়েছে। কিন্তু সেই দুধেও ভেজাল মেশানো আসলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। স্থানীয়দের অভিযোগ যে দুধ শিশু থেকে শুরু করে সকলেই খায় সেই ট্যাঙ্কার থেকে বার করে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হতো। রাজহাট পঞ্চায়েতে হোসনবাদের একটা হোটেলে কারবার চলছিল। এই কাণ্ডে চুঁচুড়ার তৃণমূল নেতা বিপ্লব সরকার গ্রেপ্তার হয়েছে। তৃণমূল শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ব্যবস্থাকে শেষ করেছে। এই সরকারের হাত থেকে ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল এরা শিশু খাদ্য কেলেঙ্কারি করছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সরকার। তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘‘যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মানে তারা সবাই তৃণমূল। সে আমার বিরুদ্ধে বা পক্ষে থাকুক না কেন। যদি এই ঘটনা সত্যি হয় পুলিশ তদন্ত করছে শাস্তি পাবে। যে দলই করুক আইন সবার জন্য সমান।’’
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি এন্ড টি প্রিয়ব্রত বকশি বলেন, দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ পেয়েছিল পোলবা থানা। তারপরেই তার বিরুদ্ধে অভিযান করে। যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হতো সেই কেমিক্যাল উদ্ধার করা হয়। উদ্ধার করা দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পেশ করে আমরা সাত দিনের হেফাজতে নেই। কিভাবে দুধে কেমিক্যাল মেশানো হতো কোথায় কোথায় তা বিক্রি হত সেসব জায়গাতে অভিযান চালিয়েছে পোলবা থানা। যার পরিচালনায় এই ধরনের কারবার চলছিল তাকেও গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পান্ডার সহযোগী। কে প্রভাবশালী জানিনা যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।

Comments :0

Login to leave a comment