কাতারের আল বায়াত স্টেডিয়ামে, মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি ভারত বনাম সিরিয়া।
কার্যত এটি নিয়মরক্ষার ম্যাচ। কারণ, প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারে তাঁরা। ফলে, এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে ৫ গোল হজম করেছে ইগোর স্টিমাচের ছেলেরা। তাই এই ম্যাচের আগে বেজায় চাপে ভারত।
ম্যাচটি নিয়মরক্ষার হলেও, জয় চাইছে গোটা দল। কারণ, এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে সক্ষম হয়নি তাঁরা এবং গোলও করতে পারেনি দল। স্বভাবতই, ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে যা বেদনার। তাই এই ম্যাচ জিতে সম্মানের সঙ্গে প্রতিযোগিতা শেষ করতে চাইছে তাঁরা।
যেহেতু নিয়মরক্ষার ম্যাচ, তাই পরীক্ষানিরীক্ষা চালাতে পারেন কোচ। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে ৩ বার জিতেছে ভারত। সেইসঙ্গে, ২টি হার এবং ১টি ম্যাচ ড্র করেছে তাঁরা। শেষ ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে, আগামীকালের ম্যাচ রীতিমতো তাৎপর্যপূর্ণ।
ভারতীয় সময় বিকেল ৫টায় শুরু হবে খেলা। দেখা যাবে জিও সিনেমা মোবাইল অ্যাপ্লিকেশন এবং স্পোর্টস ১৮ টিভি চ্যানেলে।
Comments :0