গোটা দেশকে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। শুক্রবার শ্রীনগরে গিয়ে একথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শ্রীনগরে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর রাহুল গান্ধী বলেন, ‘‘পহেলগামে যে ঘটনা ঘটেছে তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা। এই পরিস্থিতিতে প্রতিটি ভারতীয় উচিত এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার। এক হয়ে এর বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়ালে তাকে পরাস্ত করা সম্ভব।’’
রাহুল জানান যে গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘এই প্রশ্নে সরকার যে পদক্ষেপ নেবে আমরা তাকে পূর্ণ সমর্থন জানাবো।’’
এদিন রাহুল ওমর আবদুল্লার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও বৈঠক করেন। ২২ এপ্রিলের হামলার বিষয়ে কথা হয়। ২২ এপ্রিল, পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় আহত একজনের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন রাহুল। পরিবারের সঙ্গেও কথা হয়েছে। আশ্বাস দেন পাশে থাকার।
রাহুল বলেন, ‘‘সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রতিটা সাধারণ নাগরিক।’’
গতকালের পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ টেনে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘সর্বদলীয় বৈঠকে প্রতিটা রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে সরকার যা পদক্ষেপ নেবে তাতে তাদের সমর্থন থাকবে।’’
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। বৃহ্পতিবার উধমপুরে গুলির লড়াইয়ে নিহত হন ঝন্টু আলি শেখ। তাঁর বাড়ি নদীয়ায়। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সেনা। দেহ নিয়ে আসা হচ্ছে বাড়িতে।
বাহিনী জানিয়েছে যে এদিন গুলির লড়াইয়ে নিহত হয়েছে লস্কর ই তৈবার সন্ত্রসবাদী আলতাফ লাল্লির।
Rahul Gandhi
গোটা দেশকে এক হয়ে মোকাবিলা করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে : রাহুল

×
Comments :0