কেরালার কোট্টায়ামে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের সব পদে নির্বাচিত হলেন মহিলারা।
বার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঊষা মেনন।
কেরালার কোট্টায়াম জেলার এই বার অ্যাসোসিয়েশনে মোট সদস্য ৩৪৭। তার মধ্যে মহিলা আইনজীবীর সংখ্যা ৭৩।
তবে মেনন সংবাদমাধ্যমে জানিয়েছেন সব পদে মহিলাদের নির্বাচিত করার আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত ছিল না। তবে সব পদে মহিলারা প্রার্থী পদ জমা দিলে সভাপতি ছাড়া আর সব পদে পুরুষ প্রার্থীরা নাম তুলে নেন।
সুপ্রিম কোর্ট সম্প্রতি বার অ্যাসোসিয়েশনের এক তৃতীয়াংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব করেছে।
Bar Association Women
কেরালায় বার অ্যসোসিয়েশনের সব পদে মহিলারা

×
Comments :0