আত্মগোপন করে থাকা এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দপ্তরে ডি এস পি বিক্রম প্রসাদ সাংবাদিক বৈঠকে জানান ধৃত বাংলাদেশি যুবকের নাম মহসিন মন্ডল। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে। বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিভিন্ন এলাকায় কাটিয়ে আসার পর বিগত আট দিন ধরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামের এক বাড়িতে আত্মগোপন করেছিলেন। জানা গিয়েছে, বেশ অনেকদিন আগেই চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছে, কতদিন কাটিয়েছে, কোথায় কোথায় অবস্থান করেছে তদন্ত করে দেখছে পুলিশ।
Balurghat Arrested
আত্মগোপন করে থাকা বাংলাদেশী গ্রেপ্তার বালুরঘাটে
×
Comments :0