মধুসূদন চ্যাটার্জি
বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রাম। এখানে ১২০টি পরিবারের বাস। কৃষক ও খেতমজুররাই এই গ্রামে বাস করেন। কৃষি নির্ভর গ্রাম।
গ্রামে একদিকে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হচ্ছে, কোনও সেচের ব্যবস্থা নেই গ্রামে। রয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। গ্রামে ৮টি টিউবওয়েল থাকলেও তার জল খাওয়া যায় না। জলে অতিরিক্ত মাত্রায় আয়রন।
সজলধারার নলবাহিত জলের ব্যবস্থা থাকলেও ৪-৭ দিন বাদে বাদে জল আসে। সকাল থেকে মানুষজন কলের সামনে বালতি হাঁড়ি পেতে রাখেন। কখন জল আসবে কেউ জানে না।
অগত্যা গ্রামের মাল ও বাউরি পাড়ার বাসিন্দাদের গ্রামের একটি জোড় বা খাল এলাকার বালি খুঁড়তে হয় জল পেতে। সেই জলই এরা পান করেন, স্নানও করেন। পঞ্চায়েতকে বারে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। সমস্ত পুকুর শুকিয়ে গেছে গ্রামে। মানুষ এই তীব্র গরমে স্নানও করতে পারছেন না।
Comments :0