ভেসে আসছে বাংলাদেশের বিখ্যাত গায়ক আয়ুব বাচ্চুর ‘মেয়ে’ গানের সুর। গোটা স্টেডিয়াম গাইছে সেই গান। তারমধ্যেই একের পর এক ফ্লাডলাইট জ্বলছে আর নিভছে। ভিড়ে ঠাসা দর্শকাসনে জোনাকির মত জ্বলছে মোবাইলের ফ্ল্যাশলাইট। আলো-আঁধারির ছন্দে ছন্দে দোলা ফ্ল্যাশলাইট তৈরি করছে মায়াবী পরিবেশ। আর তারমধ্যেই প্র্যাক্টিস সারছেন ফুটবলাররা।
৭ নভেম্বর বাংলাদেশের ঢাকায় মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংগ্স এবং মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচ শুরুর আগে এমনই মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল বসুন্ধরা কিংগ্স এরিনায়। সেই তাক লাগানো পরিবেশে ঠাউর করা কঠিন, আয়ুব বাচ্চুর কোনও কনসার্ট চলছে, নাকি কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হবে নান্দনিক ফুটবল খেলা।
নভেম্বরের সেই ম্যাচ শুরুর আগের ভিডিও ৫ ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে বসুন্ধরা কিংগ্সের ফ্যান্স ক্লাব। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ২ হাজার শেয়ার সহ ২ লক্ষের বেশি মানুষ সেই ভিডিও দেখেছেন। বহু ভারতীয় ফুটবল সমর্থক মুগ্ধতা প্রকাশ করেছেন সেই ভিডিও দেখে। বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থককে দেখা গিয়েছে মোহনবাগানকে হারানোর জন্য বসুন্ধরাকে শুভেচ্ছা জানাতেও।
বসুন্ধরা মোহনবাগান ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা। ঢাকার ক্লাবটির হয়ে গোল করেছিলেন মিগুয়েল ফিগুয়েরা এবং রবিনহো। মোহনবাগানের হয়ে ব্যবধান কমান লিস্টন কোলাসো। পরবর্তীতে রবিনহো’কে কলকাতায় আনার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে বাগান ম্যানেজমেন্ট।
এই ম্যাচ এবং পরবর্তীতে ওডিশার কাছে ৫-২ গোলে হারার ফলে চলতি মরশুমে এএফসি অভিযানে দাঁড়ি টানতে হয়েছে মোহনবাগানকে।
Comments :0