Ananda Teltumbe got bail

৩১ মাস পরে মুক্তি পেলেন আনন্দ তেলতুম্বে

জাতীয়

প্রায় ৩১ মাস পরে জেল থেকে মুক্তি পেলেন আনন্দ তেলতুম্বে। ভীমা কোরেগাঁও মামলায় ধৃত ১৬ জনের মধ্যে একজন ছিলেন আনন্দ তেলতুম্বে। গত ১৮ নভেম্বরের বম্বে হাইকোর্ট তেলতুম্বের জামিনের আবেদন মেনে নেয়। কিন্তু জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে শনিবার তালোজা জেল থেকে মুক্তি পান তেলতুম্বে।
বেড়িয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন ‘‘৩১ মাস পরে জেল থেকে বেড়িয়ে এসে ভালো লাগছে। কিন্তু যে ভাবে আমাদের ওপরে মামলা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা খুবই দুখঃজনক।’’ ২০১৮ সালে পুনের ছোটো একটি গ্রামে অশান্তীকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয় ১৬ জনকে। ভারভারা রাও, ষ্ট্যান স্বামী, গৌতম নভলাখাকে সহ আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এই একই মামলায়। ইউএপিএ সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করে এনআইএ। ২০২০’র এপ্রিলে গ্রেপ্তার করা হয় আনন্দ তেলতুম্বেকে। সাহিত্যিক হিসেবে যথেষ্টই সুপরিচিত আনন্দ তেলতুম্বে। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। গোয়া ইন্সষ্টিটিউট অফ ম্যানেজমেন্টে দীর্ঘদিন অধ্যাপনাও করেছেন তিনি।

Comments :0

Login to leave a comment