Birbhum

যুবকের আত্বহত্যা ঘিরে রণক্ষেতর সিউড়ি, পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি, গাড়ি ভাঙচুর

রাজ্য জেলা

জামিন না মঞ্জুর হওয়ায় ছিল মানসিক চাপ। সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বছর সাতাশের পলিটেকনিক পাশ তন্ময় দাস। রবিবার সকালে সিউড়ির ৩নং ওয়ার্ডের নিজের বাড়ি থেকে এই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পুলিশের করা জামিন অযোগ্য মামলা এবং তার জন্য পুলিশের চাপের জেরেই যুবক আত্মঘাতী হয়েছেন এই অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে ইট, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি৷ পরিস্থিতি সামাল দিয়ে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। যা ঘিরে এদিন সকালে রণক্ষেত্র চেহারা নেয় সিউড়ির রক্ষাকালি তলা। মৃতের পরিবারের অভিযোগ, মিথ্যা মামলায় পুলিশ বেশ কিছুদিন ধরে হেনস্থা করছিল। এমনকি, বার বার থাকায় ডেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকাও চাওয়া হচ্ছিল। এই থেকে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, তন্ময় সিউড়িতে বেসরকারি একটি পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। পরে বাড়ির কাছেই মুরগীর মাংসের দোকান খুলেছিল। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে জুয়া একটি গেমের সঙ্গে যুক্ত ছিল সে। সেই জুয়ায় অনলাইনেই লেনদেন হত। এই মর্মে একটি মামলায় নাম জড়ায় তন্ময়ের। এরপরেই শুরু হয় পুলিশি জেরা। 

এদিন যুবকের দেহ উদ্ধারের পরেই ক্ষিপ্ত পরিজন ও এলাকার বাসিন্দারা প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ আসতেই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ভেঙে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি। ধুন্ধুমার পরিস্থির সৃষ্টি হয় সিউড়িতে। সামাল দিতে ওসি মহম্মদ আলির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স, এমনকি, মহিলা কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

Comments :0

Login to leave a comment