Bus Accident

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাস উল্টে মৃত ২

রাজ্য জেলা

দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ৩১ নং জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সরকারি বাসটি। আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে নিহত দুইজন মহিলা। 

তাদের মধ্যে একজনের নাম ইন্দ্রানী রায়(৭০)। রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড এলাকার বাসিন্দা।

রিতা বিশ্বাস( ৫২), সুকান্ত সরণী ইটল গাছা, দমদম এয়ারপোর্ট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে সরকারি ভলভো বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। চাকুলিয়ার ৩১ নং জাতীয় সড়কের কাছে মনোরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।‌ মৃতদেহ দুটি উদ্ধার করে রায়গঞ্জ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গুরুতর আহতদের কিশনগঞ্জের মাতা গুজারীলাল নন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চারজনকে শিলিগুড়ি মেডিক্যেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেই কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment