Brigade Rally

ব্রিগেডের প্রচারে পশ্চিম মেদিনীপুরের ১১ পঞ্চায়েত, ৭ ওয়ার্ডে মিছিল

জেলা ব্রিগেড

শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তির মানুষের দাবিকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসী সংগঠন। শনিবার বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রমজীবী মানুষ গ্রামের পর গ্রাম ঘুরে ব্রিগেড ব্রিগেড সমাবেশের দাবিগুলি ছড়িয়ে দিতে পদযাত্রায় শামিল হলেন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৯১টি বুথের মধ্য দিয়ে মিছিল ও পথসভার হয়। এছাড়া চন্দ্রকোনা ও ক্ষীরপাই, এই দুই পৌরসভার সাতটি ওয়ার্ডের ২৯টি বুথে ব্রিগেড সমাবেশের সমর্থনে পদযাত্রা হয়। শ্লোগান ওঠে দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে। বঞ্চিত ও গরিব মানুষের ঐক্য গড়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
গরিব মানুষের অধিকার হরণের চক্রান্ত রুখে দেওয়ার লড়াইকে আরও শক্তিশালী ও প্রসারিত করা লক্ষ্যে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। মিছিলের পথে বাড়ি বাড়ি ও গঞ্জে গঞ্জে প্রচার পত্র বিলি করা হয়।
ব্রিগেড সমাবেশের দাবিগুলির সঙ্গে স্থানীয় দাবি ও মানুষের সমস্যাগুলি প্রতিকারের দাবি ওঠে।
মোহনপুর ব্লকের বড়াই থেকে নীলদা এবং সীতাপুর গ্রামপঞ্চায়েত জুড়ে এবং ঘাটাল ব্লকের গোপমহল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার মিছিল হয়। ডেবরা ব্লকের নছিপুর থেকে কাঞ্চনগেড়িয়া এবং পশং থেকে পাঁচগেড়িয়া দুইটি পদযাত্রা হয়। দাসপুর ব্লকের নাড়াজোল থেকে রায়কুন্ডু, সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায়, কেশিয়াড়ী ব্লকের খাজরা, দাঁতন ব্লকের মনোহরপুর, দাঁতন ২ ব্লকের সাউরি গ্রামপঞ্চায়েত এলাকায় পদযাত্রা হয়। দাঁতন ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা সহকারে প্রচার মিছিল ও পথসভা হয়।

Comments :0

Login to leave a comment