COPA AMERICA

ইতিহাস তৈরি করেছে মেসিদের সেমি ফাইনালের প্রতিপক্ষ

খেলা

copa america brazil canada argentina bengali news

ক্রীড়া জগতে এতদিন আইস হকি ও উইন্টার অলিম্পিক্সের দেশ হিসেবেই পরিচিত ছিল কানাডা। সেই দেশ কামাল দেখাল ফুটবলের মাঠেও। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে প্রথম বারের জন্য কোপা আমেরিকার সেমি ফাইনালে পৌঁছে গেল কানাডা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। খেলার মীমাংসা হয় পেনাল্টি শুট আউটে। 

অপরদিকে ইকুয়েডরকে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। নির্ধারিত সময়ে এই ম্যাচেরও স্কোর ছিল ১-১। তারফলে সেমিফাইনালে লিও মেসিদের মুখোমুখি হবে কানাডা। 

কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচে রবিবার মাঝরাত এবং ভোরবেলায় মাঠে নামবে যথাক্রমে কলম্বিয়া ও পানামা এবং উরুগুয়ে ও ব্রাজিল। ম্যাচ দুটি হবে রাত সাড়ে তিনটে এবং ভোর সাড়ে ছটার সময়। 

এখনও অবধি কোপায় গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। তিনি ৪টি গোল করেছেন। ব্রাজিলের ভিনিসিয়াস করেছেন ২টি গোল। 

 

Comments :0

Login to leave a comment