Kejriwal

কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো সিবিআই

জাতীয়

ইডির পর সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো সিবিআই। এদিন আদালতেই তাকে গ্রেপ্তার করে সিবিআই। বুধবার দিল্লির হাইকোর্টে সিবিআইকে নির্দেশ দেয় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর কেজরিওয়ালকে পাঁচদিন নিজেদের হেপাজতে চেয়ে আবেদন করেছে সিবিআই। 

এদিন সুপ্রিম কোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করেন কেজরিওয়াল। ইডি’র করা মামলায় নিম্ন আদালত কেজরিওয়ালকে জামিন দিলেও হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে। তবে স্থগিতাদেশ জারি করলেও হাইকোর্ট তার রায় দেয়নি এখনও। সোমবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় হাইকোর্টের রায় না আসায় এই বিষয় তারা কোন রায় দেবে না।

বৃহস্পতিবার নিম্ন আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সেখানে খারিজ হলো দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন।

বৃহস্পতিবার আপ প্রধানের পক্ষ থেকে আদালতে বলা হয় যে ২১ মার্চ তাকে গ্রেপ্তার করার পর থেকে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে কোন অভিযোগ এখনও সামনে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। নিম্ন আদালত ১ লক্ষ টাকা ব্যাক্তিগত বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। 

 

Comments :0

Login to leave a comment