FARMER CABINET

ধানের সংগ্রহ মূল্য মাত্র ৫.৩৫% বাড়ালো কেন্দ্র

জাতীয়

ধানের ন্যূনতম সহায়ক মূল্য মাত্র ৫.৩৫ শতাংশ বাড়ালো কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর যদিও দাবি করা হয়েছে যে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী চাষের প্রকৃত খরচের সঙ্গে ৫০ শতাংশ যোগ করে ঠিক করা হচ্ছে সহায়ক মূল্য।
এদিন মন্ত্রীসভার বৈঠকে ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে কেন্দ্র। কৃষকদের যাদিও দাবি, ন্যূনতম সহায়ক দাম বা যে দামে সরকার কৃষকদের থেকে ফসল সংগ্রহ করে, সর্বত্র তা বাধ্যতামূলক করা। তার জন্য পাশ করতে হবে আইন। 
এদিন মন্ত্রীসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলন করেন। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় সরকার শুরু থেকেই কৃষকদের দাবিতে জোর দিয়েছে। শপথ অনুষ্ঠানের পরই কৃষক সম্মান নিধির কিস্তি দেওয়া হয়েছে। 
পাঁচ রাজ্যে কৃষক আন্দোলনের এলাকায় এলাকায় ৩৮টি আসন খুইয়েছে বিজেপি। এবার প্রাক-বাজেট চর্চায় সারা ভারত কৃষক সভা বা সংযুক্ত কিসান মোর্চাকে ডাকেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আবার এ বছরই মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খন্ডে রয়েছে বিধানসভা ভোট। লোকসভায় তিন রাজ্যেই আসন কমেছে বিজেপি’র। 
মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, ধানের সহায়ক মূল্য কুইন্টালে ১১৭ টাকা বেড়ে হচ্ছে ২৩০০ টাকা। বৈষ্ণব বলেছেন, মোদী সরকার ক্ষমতায় আসার আগে কুইন্টালে সংগ্রহ মূল্য ছিল ১৩১০ টাকা। 
কৃষকনেতারা বারবারই মনে করাচ্ছেন মোদী সরকারের দশ বছরে সার, কীটনাশক, বীজ থেকে বিদ্যুতের দাম কয়েকগুন বেড়েছে। প্রকৃত খরচ হিসেবের সময় এই বৃদ্ধি হিসেবে রাখা হচ্ছে না। চাষের জন্য নেওয়া ঋণের সুদ রয়েছে। খরচের হিসেব কমিয়ে ধরার ফলে তার ওপর ৫০ শতাংশ দিলেও কঠিন হচ্ছে অবস্থা। খরিফের জন্য এবার যে দাম ঘোষণা হয়েছে, তাতে সমস্যা মিটবে না।

Comments :0

Login to leave a comment