Brigade Rally

ব্রিগেড সমাবেশের সমর্থনে কনভেনশন বারাসত ও তারকেশ্বরে

জেলা ব্রিগেড

শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তির মানুষের দাবিকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছেন শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসীরা। ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রচার চলছে রাজ্যের প্রতিটি জেরার কোনায় কোনায়। প্রচার চলছে কৃষিজীবীদের মধ্যে, শ্রমজীবীদের মধ্যেও। প্রচারের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার  কনভেনশন হয় হুগলীর তারকেশ্বরে ও উত্তর ২৪ পরগনার বারাসতে। হুগলীর কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ হুগলী জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়, হুগলী জেলা কৃষক সমিতির সম্পাদক স্নেহাশিস রায়, অরুন ঘোষ, সুভাষ পাল, বিপ্লব বাস্কে ও গণেশ মান্ডি। কনভেনশনের শুরুতে ব্রিগেড সমাবেশ সফল করার প্রচার পরিকল্পনার প্রস্তাব রাখেন সমন্বয় কমিটির পক্ষ থেকে সুরজিৎ ঘোষ।

ব্রিগেড সমাবেশের সমর্থনে শুক্রবার তারকেশ্বরে কনভেনশন।


তীর্থঙ্কর রায় বলেন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসীদের দৈনন্দিন যন্ত্রণা ও সেগুলো নিয়ে লড়াইকে আড়ালে করতে হিন্দু মুসলিম করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ না থাকা, কৃষকের ফসলের দাম না পাওয়া, সংগঠিত ক্ষেত্রে কাজ না পাওয়া ফলে সংসার নির্বাহ করার জন্য প্রতিটি পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছেন। একটি পরিবার একটা পেশার উপর নির্ভর করে সংসার চালাতে পারছে না। সেই মানুষগুলোর দাবিতে ব্রিগেড সমাবেশ তার বার্তা পৌঁছাতে হবে প্রতিটি পাড়ায়, প্রতিটি পরিবারে। কৃষক নেতা স্নেহাশিস রায় বলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি গ্রামের কৃষকের দুঃখ ঘোচানোর জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তবে গ্রামের কৃষকদের আজ দুরবস্থা। সার, কীটনাশক, ডিজেল সহ বিদ্যুতের দাম বৃদ্ধি আমাদের হুগলী জেলার কৃষকদের আলুচাষে বিঘাপ্রতি খরচা ৩৫০০০ টাকায় পৌঁছেছে। স্বাভাবিক ভাবেই ১ বস্তা আলু উৎপাদন করতে খরচ পড়ছে ৫০০ টাকার বেশি। সেখানে রাজ্য সরকার বস্তা প্রতি আলুর উৎপাদন খরচ বলছে ২৯০ টাকা। আর ৪৫০ টাকা বস্তা দাম বেঁধেছে। গতবছর বর্ডার সিল করে দিয়ে ব্যবসায়ীদের ক্ষতির কারণে তারা এবছর আলু কিনতে নামেনি। প্রাকৃতিক দুর্যোগ হলো। কৃষক বীমার টাকা পায়নি। গাঁয়ে ক্ষেতমজুরদের ১০০ দিনের কাজ নেই। গ্রামে হাহাকার চলছে। এই যন্ত্রণার অবসান ঘটানোর ভিত গড়তেই এবারের ব্রিগেড সমাবেশ। কনভেনশনে সভাপতিত্ব করেন  মুকুল ঘোষ।
এদিন ব্রিগেড সমাবেশের সমর্থনে কনভেনশন হয় বাগুআটিতে। সিআআইটিইউ রাজারহাট পৌরাঞ্চল কো-অর্ডিনেশন কমিটির ডাকে কনভেনশনে সভাপতিত্ব করেন নীলরতন রায়। প্রস্তাব উত্থাপন করেন  শুভজিৎ দাশগুপ্ত। বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতা তুষার ঘোষ, বস্তি উন্নয়নের জেলার নেতা দেবশঙ্কর রায়চৌধুরী এবং সিআআইটিইউ নেত্রী  গার্গী চ্যাটার্জি। সকলেই মেহনতি মানুষের ব্রিগেড সমাবেশ সফল করার জন্য আবেদন জানান।

Comments :0

Login to leave a comment