Attack on cpim worker

পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিআই(এম) কর্মীর ওপর হামলা

কলকাতা

পাটুলিতে পথসভা চলাকালিন আক্রান্ত সিপিআই(এম) কর্মী অভীক চৌধুরি। শুক্রবার পাটুলি অঞ্চলে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য্যের সমর্থনে পথসভা চলছিল। বক্তব্য রাখছিলেন সিপিআই(এম) নেত্রী চন্দনা ঘোষ দস্তিদার। সেই সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় মাইক। দলীয় কর্মীরা লক্ষ করেন যে মাইকের তার কেটে দেওয়া হয়েছে। তাদের দাবি তৃণমুল নেতা সুজয় মিত্রের নেতৃত্বে এই সব কাজ হয়েছে। 

ঘটনা ঘটার পরপরই থানায় গিয়ে অভিযোগ জানানো হয়। এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। শনিবার পাটুলি থানা ঘেরাও করেছে সিপিআই(এম)। তাদের দাবি অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে।

দলীয় কর্মীদের সাথে থানা ঘেরাও করেন যাদবপুরের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য্য। থানার আধিকারিকদের সাথে দেখা করে কথাও বলেন সৃজন। তিনি বলেন, ‘‘পুলিশকে জানিয়েছি যেই দুজন অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই এলাকার বাসিন্দা, যিনি আক্রান্ত তিনিও এই এলাকার বাসিন্দা। থানা থেকে একশো মিটারের মধ্যে একজন ব্যাক্তি আক্রান্ত হলেন পুলিশ এখনও বলছে দেখছি।’’

সৃজন বলেন, কেকে দাস কলেজ সহ পাটুলি অঞ্চলের বিভিন্ন জায়গায় সমাজ বিরোধীদের জড়ো করছে শাসক দল। প্রশাসনকে কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

মাইক ঠিক করে নতুন করে আবার শুরু হয় পথসভা। সভা শেষ হয়ে যাওয়ার পর সুজয় এবং তার লোকজনদের সাথে বচসায় জড়ায় সিপিআই(এম) কর্মীরা। সেই সময় ক্যান্সার আক্রান্ত অভীক চৌধুরি (রানা)র ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। তাকে মারধর করে। 

স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত কয়েকদিন ধরেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল। মাইকে বাঁদতে বাধা। ডেকরেটার, মাইকের লোকদের হুমকি দেওয়া হচ্ছে।  

 

Comments :0

Login to leave a comment