Kejriwal

হাইকোর্টে জামিন খারিজ কেজরিওয়ালের

জাতীয়

দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেলো অরবিন্দ কেজরিওয়ালের জামিন। শুক্রবার ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন বাতিল করলো আদালত। বৃহস্পতিবার নিম্ন আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সেখানে খারিজ হলো দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন।

এদিন বিকেল চারটের সময় তিহার জেল থেকে বাড়ি ফেরার কথা ছিল কেজরিওয়ালের। সেই মতো আপের পক্ষ থেকে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্টের রায় সব কিছু ভেস্তে দিয়েছে। 

বৃহস্পতিবার আপ প্রধানের পক্ষ থেকে আদালতে বলা হয় যে ২১ মার্চ তাকে গ্রেপ্তার করার পর থেকে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে কোন অভিযোগ এখনও সামনে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। নিম্ন আদালত ১ লক্ষ টাকা ব্যাক্তিগত বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। 

লোকসভা ভোটের সময় প্রচারের জন্য কয়েকদিন জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী তারপর জামিনের মেয়াদ শেষ হতে জেলে ফিরে যেতে হয় তাকে।

Comments :0

Login to leave a comment