বিশেষভাবে সক্ষম অংশের জন্য বেসরকারি ক্ষেত্রেও কাজের সংরক্ষণ চালু করার দাবি জানালো সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস। এই অংশের পেনশন নিশ্চিত করার জন্য আইনের দাবিও জানানো হয়ে পেশ হওয়া প্রস্তাবে। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কাজে বিশেষভাবে সক্ষমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ চালুর দাবি জানানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগান দিলেও কেন্দ্রের মোদী সরকার ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে বরাদ্দ বাড়ায়নি। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশও অগ্রাহ্য করা হয়েছে। ২০১২ থেকে মাসে মাত্র ৩০০ টাকা পেনশন দেওয়া হচ্ছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পে বিভিন্ন অংশকে বাদ দেওয়ার মতো বিধি বাতিলের দাবি তুলেছে সিপিআই(এম)।
সিপিআই(এম) পার্টি কংগ্রেসে দাবি,
মুদ্রাস্ফীতি বিবেচনায় রাখতে হবে পেনশন অধিকার আইনে। বিশেষভাবে সক্ষম অংশকে অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড দিতে হবে। বিশেষভাবে সক্ষম মানুষদের মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পার্টি কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করেছেন সিপিআই(এম) তামিলনাড়ু রাজ্য কমিটির সদস্য ঝাঁসির রানি। এই প্রস্তাব সমর্থন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর অন্যতম নেতা সাম্য গাঙ্গুলি।
প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় নমুনা সমীক্ষা দপ্তরের অনুমান, ভারতের ৫০ শতাংশেরও বেশি বিশেষ ভাবে সক্ষম মানুষ দারিদ্র্যসীমার নিচে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই অংশের মধ্যে বেকারত্বের হার ৬৫ শতাংশেরও বেশি।
উল্লেখ্য, ২০২১ সালে নির্দিষ্ট সময়ে জনগণনা হয়নি। প্রস্তাবে বলা হয়েছে, জনগণনা হলে এই অনুপাত আরও বাড়বে বলে অনুমান। প্রস্তাবে বলা হয়েছে বিশেষভাবে সক্ষমদের পেনশন আইনে বলা হয়েছে যে ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে তা প্রযোজ্য হবে। অথচ, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পের অর্থ পেতে ৮০ শতাংশ প্রতিবন্ধকতা প্রমাণ করতে হচ্ছে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ১৯-২৯ বয়সসীমার শর্ত, রয়েছে বিপিএল তালিকায় নাম থাকার শর্ত। ফলে বিশেষভাবে সক্ষম মানুষের ৯৬ শতাংশ এই প্রকল্পের বাইরে।
party congress
কাজ, পেনশন সহ বিশেষভাবে সক্ষম অংশের মর্যাদাপূর্ণ জীবনের পক্ষে প্রস্তাব পার্টি কংগ্রেসে

×
Comments :0